প্রেমের ফাঁদে ফেলে অপহরণ ও মুক্তিপণ দাবী; র্যাবের হাতে অপহরণ চক্রের ০৩ সদস্য গ্রেফতার
শনিবার (১০ এপ্রিল ২০২১) ভোর ০৪.৩০ ঘটিকায় স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার ও (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এর নেতৃত্বে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দলের গোয়েন্দা নজরদারীর মাধ্যমে ভিকটিম শ্রী রাম চন্দ্র সাহা (৩২) পিতা-শ্রী নিরঞ্জান চন্দ্র সাহা, সাং- কদমতলী(দরিপাড়া) ইউনিয়ন- নেপালতলী, থানা-গাবতলী, জেলা-বগুড়া কে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেন র্যাব-১২। অপহরণ চক্রের ০৩ সদস্যকে গ্রেফতার করা হয়। এছাড়া ও তাহাদের নিকট থেকে ০১ টি সিএনজি, ০২ টি মোবাইল, ০১ টি নিয়োগপত্র এবং…